ইশা ছাত্র আন্দোলন হিজলা উপজেলা শাখার স্মারক লিপি পেশ
হিজলা থানার অসির বরাবর ইশা ছাত্র আন্দোলন হিজলা উপজেলা শাখার স্মারক লিপি পেশ করা হয়। আজ ২৫ মে’১৭ ইং রৃহস্পিবার ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন হিজলা উপজেলা শাখার উদ্দ্যোগে দুপুর ১২টায় উপজেলা সভাপতি মুহাম্মদ আব্দুল হক এর নেতৃত্বে মাহে রমজানের পবিত্রতা রক্ষার্তে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ প্রসঙ্গে থানা অসির বরাবর স্মারক লিপি পেশ করা হয়। স্মারক লিপিতে মাহে রমজানের পবিত্রতা রক্ষায় থানাবাসীর পক্ষ থেকে দিনের বেলায় হোটেল-রেস্তুরা বন্ধ রাখা, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে বাজার মনিটরিং-এর ব্যবস্থা করা, ভেজাল বিরোধী অভিযান জোরদার করা, অশ্লিল নাচ-গান, চলচিত্র প্রদর্শন, বিক্রি ও বাজারজাতকরণ বন্ধ করা, মাদকদ্রব্যের ব্যবহার ও বিক্রি বন্ধে অভিযান চালানো, বিদ্যুতের লোডশোডিং সহনীয় পর্যায়ে রাখা সহ বিভিন্ন দাবী থানার অসি বরাবর পেশ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলার সহ সভাপতি মুহাঃ আব্দুল কাদের সাধারণ সম্পাদক মুহাম্মদ ওবায়দুল্লাহ সহ প্রমুখ নেতৃবৃন্দ।