Published On: শুক্র, জানু ৫, ২০১৮

খুলনায় ইসলামী আন্দোলনের আমীর মুফতি মুহাম্মদ রেজাউল করীমের কর্ম সূচি

৪ জানুয়ারী, (বৃহস্পতিবার) গোয়ালখালী মাদ্রাসা মাহফিলে উদ্ধোধনী বয়ানঃ বিকাল ৪টায়।

• পীর সাহেব হুজুরের বয়ান: প্রত্যেহ ফজর ও এশার নামাযের পর হযরত পীর সাহেব হুজুর চরমোনাই বয়ান পেশ করবেন।

. নায়েবে আমীরুল মুজাহিদীনের বয়ানঃ ৫ জানুয়ারী শুক্রবার বাদ এশা এবং ৬ জানুয়ারী শনিবার বাদ ফজর

মতবিনিময়ঃ ৪ জানুয়ারী ( বৃহস্পতিবার) বাদ মাগরিব, খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সাথে, প্রধান অতিথিঃ পীর সাহেব হুজুর চরমোনাই।

• জেলা সমাবেশ: ৫ জানুয়ারী (শুক্রবার), বিকাল ৩ ঘটিকায়, পাইকগাছা উপজেলা পরিষদ প্রাঙ্গণে, প্রধান অতিথি: হযরত পীর সাহেব হুজুর চরমোনাই।
শ্রমিক সমাবেশঃ ৫ জানুয়ারী ( শুক্রবার) বিকাল ৩টায়, খুলনা খালিশপুর শ্রমিক ময়দান, প্রধান অতিথিঃ আন্দোলনের সিনিয়র নায়েবে আমীর মুফতী ফয়জুল করীম

• ওলামা-মাশায়েখ ও সুধী সম্মেলন: ৬ জানুয়ারী (শনিবার), সকাল ১০টায়, মাহফিলের ময়দানে, প্রধান অতিথি: হযরত পীর সাহেব হুজুর চরমোনাই, বিশেষ অতিথি সিনিয়র নায়েবে আমীর

• ছাত্র গণজমায়েত: ৬ জানুয়ারী (শনিবার), বিকাল ৩ ঘকিটায় মাহফিলের ময়দানে, প্রধান অতিথি: হযরত পীর সাহেব হুজুর চরমোনাই।

• আখেরি মুনাজাত: ৭ জানুয়ারী (রোববার), ফজরের নামাযের পর বয়ান ও আখেরি মুনাজাত, পরিচালনা করবেন: হযরত পীর সাহেব হুজুর চরমোনাই।

 

আরও খবর

(Visited 1 times, 1 visits today)

Editor : Rahmatullah Bin Habib


55/B, Purana Palton, Dhaka-1000


Email : nobosongbad@gmail.com


copyright @nobosongbad.com


খুলনায় ইসলামী আন্দোলনের আমীর মুফতি মুহাম্মদ রেজাউল করীমের কর্ম সূচি